Aconite Nap – একোনাইট ন্যাপেলাস

ব্লগটি শুধুমাত্র নব্য চিকিৎসক এবং শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য 



Aconite Nap – একোনাইট ন্যাপেলাস


ছটফটানি ও মৃত্যুভয় ( মৃত্যুর সমায় বা তারিখ বলে ) বাচিবে না বলিয়া হতাশা, অত্যন্ত পিপাসা পানি মিষ্টি অন্য সবকিছু তিত, একবার শিত একবার গরম, হঠাৎ পীড়ার আক্রমন।




প্রতিশব্দ
১/ হেলমেট ফ্লাওয়ার
২/ নেকডের বিষ
৩/ একোনাইট
৪/ ফ্রায়ার্স ক্যাপ

বাংলা নাম: মিঠাবিষকাঠবিষ

উৎস : এটি এক ধরনের বিষাক্ত গাছের পুষ্প  মূল সংগ্রহ করে ঔষধ প্রস্তুত করা হয়। 

চিনার উপায়:
এই গাছটি বহুবষজীবি সোজা খাড়াএবং ওল বা আলুজাতী মূল। ইহা কান্ড হইতে মূল  ফুট লম্বা হয়।

প্রুভার:  ডাঃ  হ্যানেম্যান ১৮০৫ সালে রোগীতে প্রয়োগ করেন।  

ক্রিয়াস্থান স্নায়ূমন্ডলীপৃষ্ঠদেশমস্তিষ্ক এবং রক্ত সঞ্চালনের আধিক্য ঘটায়।

নির্দেশক লক্ষণ:
       ১। আকস্মিকতা ২। বিষন্নতা       
৩। মৃত্যুভয় ৪। অস্থিরতা
৫।প্রচন্ডশীত  প্রচন্ড গরমের প্রকোপ
৬।পিপাসা  জ্বালা ৭। পানি মিষ্টি

যে সমস্ত রোগে কার্যকারী:
জ্বরসর্দিকাঁশিক্রপডেঙ্গু জ্বরহাঁপানীব্রংকাইটিসনিউমোনিয়াধনুষ্টংকারমুত্রারোধমূত্র না জমাহুপিং কাঁশদাঁতের ব্যাথাভয়জনিত রোগইনফ্লুয়েঞ্জালেরেঞ্জাইটিসযকৃতের প্রদহপ্লুরিসিওলা উঠা, (বিশেষত: লাল তরমুজের ঘোলানবৎ মল) শিশুডাইরিয়াএপোপ্লোক্সিপানি বসন্তহার্নীয়াঅন্ড কোষ প্রদাহদৃষ্টিহীনতা রোগে যদি একোনাইটের প্রকাশ পায়।

ধাতু প্রকৃতিবলিষ্ট রক্ত প্রধান ব্যক্তি।


চরিত্রগত লক্ষণ:
১/ পেশী সমূহ দৃঢ়।  
২/ চক্ষুর তারা কাল।  
৩/ রক্ত প্রধান ধাত তাদের হঠাৎ  তীব্র রোগে।
/ হঠাৎ পীড়ার আক্রমন।
/ অতিশয় ছটফটানি ও মৃত্যুভয়, চলিতে ফিরিতে বা বেড়াইতে সর্বদা শঙ্কা, বাচিবে না বলিয়া হতাশা।
/ নাড়ী খুব দ্রুত, কঠিন ও পুষ্ট।
/ জ্বালা-পোড়া, একবার গরম একবার শিতবোধ হয়।
/ পীড়ার লক্ষণসমূহ রাত্রিতে বৃদ্ধি এবং সকল পীড়া হঠাৎ প্রকাশিত হয়।
/ পানি পান ছাড়া সকল জিনিষই তিক্ত বোধ।
১০/ ফোঁটা ফোঁটা প্রস্রাব, প্রস্রাব লালবর্ণ, গরম ও যন্ত্রনাদায়ক, শিশুদের ভূমিষ্ট হইবার পরই প্রস্রাব বন্ধ।
  
মানসিকগত লক্ষণ:
১। ভীষনভীতি ,  উৎকন্ঠা
২। মৃত্যুভয়  অস্থিরতা ,(মৃত্যুর সময় নির্দেশ বা তারিখ বলে)
৩। সর্বদাই পরিবর্তনশীল  মন।
৪।  ভয়ে কাতর হইয়া পড়ে।
৫। লোক সমাগমে যাইতে চায় না।
৬। রোগীর অস্থিরতা, মানসিক অবসাদ হেতু ছটফটানি।
৭। বন্ধু-বান্ধব ও আত্নীয় স্বজনের প্রতি উদাসীন।
৮। রাস্তা – ঘাট পার হইতে ভয় বোধ হয়।


রোগ বৃদ্ধি:
সন্ধ্যাকালে , বিছানা থেকে উঠিলেগরম ঘরে,আক্রান্ত পাশ্ব শয়ন করিলেভয় পাইলে

রোগ উপশম:
মুক্ত বাতাসে।

প্রতিষেধক: সালফার , পরিপূরকও সালফার।

পরবর্তী ওষুধ: আর্সেনিক, সালফার, বেলেডোনা, ব্রায়োনিয়া, ক্যান্থারিস, হিপার, ইপিকাক, পালসেটিলা, রাসটক্স, সাইলিসিয়া, স্পঞ্জিয়া।

ক্রিয়ানাশক: বেলেডোনা, সালফার, কফিয়া, এসেটিক এসিড।

ক্রিয়া কাল: ১ দিন।

শক্তি: x হইতে ২০০।   

২টি মন্তব্য:

  1. আরো অনেক তথ্য যোগ করা যেত। চেস্টা করুন। এগিয়ে যান ।

    উত্তরমুছুন
  2. আপনার ব্লগের লেখা গুলি কপিরাইট মূল ব্লক হচ্ছে এটি
    http://fhhfeni.blogspot.com

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.