Important for student (Allium Cepa- এলিয়ম সেপা)


প্রচুর তরল সর্দ্দি, নাকে ঝরে জল, বসন্তকালেতে সর্দ্দি প্রবল।কাশিবার কালে রোগী গলা চেপে ধরে, মনে করে কাশে গলা যাবে ছিড়ে।আঙ্গুলহাড়ায় হয় বাহুদেশ হয় লাল, ঘর্ষণে উঠিয়া যায় চরনের চাল।বসিলে উদর ব্যথা, বেড়াইলে থামে, এসব বিশেষ চিহ্ন আছে এলিয়মে।
Allium Cepaএলিয়ম সেপা



সমজাতীয় নাম: পেঁয়াজ।

উৎস: পেঁয়াজ হতে এই ঔষধ প্রস্তুত করা হয়

প্রপ্তিস্থান : বাংলাদেশ সহ পৃথিবীর সকল স্থানে এই গাছ গুলো জম্মিয়া থাকে

প্রুভার: ১৮৪৭ খ্রিঃ ডা. হেরিং ইহা প্রথম প্রুভ করেন

ক্রিয়াস্থান: শ্লৈষ্মিক ঝিল্লী, চক্ষু, কর্ণ, গলা, উদর এবং স্নায়ু যন্থের উপর ইহার বিশেষ ক্রিয়া।

রোগ সমূহ: শিরঃপীড়া, সর্বাঙ্গে বেদনা, জ্বর ভাব,কাসি এবং সর্দ্দি।

৩টি বিশেষ লক্ষণ:
. অত্যন্ত ভয় ও অস্থিরতা। মৃত্যর ভয় ও মৃত্যুর দিন ঠিক করে বলা। শুষ্ক, শীতল বাতাসে রোগোৎপত্তি। চর্ম্মের শুষ্কতা ও উঞ্চতা।
. রক্তপ্রধান যুবক-যুবতীদের তরুনরোগ, ভয় হতে রোগ উৎপন্ন। শীতল জল পানের অতৃপ্ত পিপাসা। প্রশ্বাসত্যাগ কালেশিস্ দেওয়ার ন্যায় শব্দ।
. প্রদাহে তরুন রক্ত সঞ্চয়। ঘর্ম্মবিহীন তীব্র উত্তাপ। হৃৎপিন্ডের দুর্বলতা।

চরিত্রগত লক্ষণ:
১. নাক ও চোখ দিয়ে অনবরত পানি বা শ্লেষ্মা পড়া এবং জ্বালা করা।
২. কোপালের সামনে দিকে বেদনা।
৩. নাভির চারপাশে ছুরি দিয়ে কাটার ন্যায় বেদনা।
৪. পেটে অতিরিক্ত বায়ূ সঞ্চয়।
৫. জুতার ঘর্ষণে বা অন্য কোন কারনে পা-ক্ষত বিশেষ।
৬. সবর্দা শুয়ে থাকার ইচ্ছা।
৭. হাত ও পায়ের তালু জ্বালা করে।

মানসিক লক্ষণ:

১. প্রচুর বিদাহী নাসাস্রব। কাশিতে কাশিতে গলা ছিড়ে যাবে, এরকম অনুভব হয়। তার সাথে স্বরযন্ত্র চাপিয়ে ধরা।
২. রোগী সবসময় শুয়ে থাকিতে চায়।
৩. মনে হয় নাক মুখ দিয়ে আগুন বাহির হচ্ছে।

অর্ব্বুদ: নাসিকার ভিতর পেঁয়াজের কোষের মত একপ্রকার পদার্থ উৎপন্ন হয়, মাথাব্যথা করে, সর্ব্বাঙ্গে বেদনা হয়, জ্বরভাব থাকে।

ক্ষত: পায়ের গোড়ালীর ক্ষত, জুতার ক্ষত এবং নখের চারিধারে আঙ্গেলের যন্ত্রনাদায়ক বেদনায় ইহা উপকারী।

পাকস্থলীর পীড়া: পাকস্থলীর শেষ মুখে ও ক্ষদ্রান্ত্রের গোড়ায় (in pyloric region)তীক্ষ বেদনা, তৎসহ হেউ হেউ করিয়া ঢেকুর উঠে, গা- বমি বমি; পেট গড় গড় করিয়া ডাকে, দুগন্ধ বায়ু নিঃসরণ হয়। উদরাময়, মলদ্বরে খোঁচামারা বেদনা, চুলকানি ও গরমবোধ প্রভৃতিও বেদনার লক্ষণ। 

সদৃশ ঔষধ সমূহ:
·    প্রচুর বিদাহী নাসাস্রব লক্ষণে ইউফ্রেসিয়ার  সঙ্গে উহার ঘনিষ্ট সম্বন্ধ রয়েছে, কিন্তু এলিয়াম সেপা-    নাকের জল যেখানে লাগে- সেখানে লোনছা ওঠে যায়। চক্ষের জলে তা হয় না। অন্যদিকে ইউফ্রেসিয়ায় সম্পূণ বিপরীত।
·    আঘাত জনিত ব্যাথা, পুরাতন স্নায়ূবিক বেদনায়- আর্নিকা, হাইপারিকাম, ষ্টাফিসেগ্রিয়া, লিডাম।পাথর্ক্য এই যে-এপিস মেলের বেধনা হুলফোঠানো বেদনা এবং জ্বালাকর।

বর্জন করিতে হইবে: কফি, পীচফল, পেয়াজ

উপশম: মুক্ত বাতাসে, শীতল ঘরে ও বায়ূ সঞ্চয়র পর উপশম।

বৃদ্ধি: গরম ঘরে ও ঘরম বাতাসে।

প্রতিকূল মেডিসিন: রাস টক্স, ফসফরাস।

এন্টিডোট: ইপিকাক, ক্যন্থারিস, লিডাম, নেট্রামমি­উর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.