Calcarea Sulphurica - ক্যালকেরিয়া সালফিউরিকাম
Calcarea Sulphurica - ক্যালকেরিয়া সালফিউরিকাম
অপর নাম : ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াই সালফাস, ক্যালসিয়াম সালফেট অব লাইম।
সংক্ষিপ্ত নাম : ক্যাল্ক সালফ (C.S)
রাসায়নিক সংকেত : CaSO4।
প্রস্তুত প্রনালী : বিশুদ্ধ জিপ্ সাম বা প্লাস্টার অব প্যারিস নামক এক প্রকার শ্বেত বর্ণের দানা দানা পদার্থ হইতে দুগ্ধ শর্করা সহযোগে (১ ভাগমূল ঔষধ, ৯ ভাগ গন্ধ শর্করা) হোমিও ফার্মাকোপিয়ার নয়ম অনুসারে বির্চর্ণ প্রস্তত করা হয় ।
প্রয়োগ ক্ষেত্র : ফুসফুসের পীড়া, নিউমোনিয়ার তৃতীয় অবস্থা, ফোঁড়া, কর্ণিয়ার ক্ষত, একজিমা, মলদ্ধারের নিকট স্ফোটক, ব্রণ, পোড়া ক্ষত,গনোরিয়া, আঘাতজনিত ক্ষত, উপদংশ, টনসিলাইটিস, দন্তমাড়ির ক্ষত, টাইফয়েড জ্বরের উদরাময়, শিশুদের মস্তকে ক্ষত, যকৃত স্ফোটক।
মানসিক লক্ষণ :
১. মানসিক
অবস্থার পরিবর্তনশীলতা। এক সময় এক এক প্রকার কার্য করে।
২. হঠাৎ
স্মরণ শক্তির হ্রাস বা জ্ঞানশূন্যতা।
৩. রোগী
ক্রোধী ও ভীতচিত্ত।
৪. ক্রোধেল
পর দুর্বলতা অনুভব ।
৫. ভবিষ্যৎ
সম্বন্ধে উৎকন্ঠা। প্রাতে জাগরিত হইবার পর উৎকন্ঠা।
চরিত্রগত লক্ষণ :
১. মানসিক
পরিবর্তনশীলতা, কোন
কার্য করিতে পারেনা। স্মরণ শক্তি হ্রাস।
২. বালকদিগের
মস্তকের ক্ষতে হরিদ্রাবর্ণের গাঢ় পূঁজ, কিংবা
হরিদ্রাবর্ণের মমড়ি পড়ে।
৩. ক্ষতস্থান
কিছুতে শুষ্ক হতে চায়না।
৪. সর্দ্দি, কাশি, নিমোনিয়া, ক্ষত, কর্ণপীড়া, স্ফোটক, চক্ষুপীড়া, যে কোন প্রকার পীড়ায় হরিদ্রাবর্ণের রক্তাক্ত
পূঁজ বাহির হয়।
৫. জানুসন্ধিতে
সূচীবিদ্ধবৎ বেদনা এবং স্পর্শ কতরাতা।
৬. কোন
জিনিষের অর্ধাংশ দেখা।
৭. উদারাময়
ও রক্তামশায় পুঁজের সহিত রক্তমিশ্রিত পায়খানা।
৮. ঋতুস্রাব
অতিশয় বিলম্বে হয় এবং বহুদিন পর্যন্ত থাকে।
৯. জিহবায়
কাদার ন্যায় ময়লা। জিহবার স্বাদ সাবানের ন্যায় ।
চক্ষুপীড়া : কর্নিয়ার গভীরে ক্ষত, চক্ষু
উঠা এবং ফুলে যাওয়া, চক্ষু
প্রদাহের তৃতীয়বস্থায় চক্ষু হইতে গাঢ় পুঁজ হরিদ্রাবর্ণের পুঁজ বাহির হয় । চোখের
পাতায় কম্পন এবং অর্ধদৃষ্টি। কোন বস্তু অধেক মাত্র দেখিতে পায়। সদ্যজাত শিশুর চোখ
ওঠা।
কান : কান হতে গাঢ় হরিদ্রা বর্ণের পুঁজ অথবা রক্ত বাহির হওয়া।
কানের চারিদিকে চুলকানি, কানচটা
এবং কানে ক্ষত।
দাঁত : দাঁতের ব্যথা, যন্ত্রনা।
দাঁতের গোড়ায় ক্ষত। দাঁত দিয়ে রক্ত পড়ে। বিশেষ করে ব্রাশ দিয়ে দাঁত মাজলে অবশ্যই
রক্ত বের হয়। মাড়িতে ক্ষত হয় তাতে পূঁজ সৃষ্টি হয়।
পাকস্থলী : ফল, চা, ফ্লারেট নামক মদ, অম্ল জাতীয় খাবার খেতে চায়। পিপাসা প্রচন্ড
এবং ক্ষুধাও যথেষ্ট। সর্দ্দিসহ মাথা ঘোরা। পেটে ভয়ানক জ্বালাপোড়া ভাব এবং বেদনা
অনুভব করে।
উদর এবং মল : পুরাতন উদরাময় এবং মলের সংগে রক্ত মিশ্রিত থাকে। পুরাতন
আমাশয় রোগে পুঁজ বা রক্ত মিশ্রিত পুঁজ নির্গত হয় । পায়খানার রাস্তায় চুলকানি এবং
পায়খানার রাস্তা সর্বদাই ভিজা থাকে। খাবার পরই শিশুদের বেদনাহীন জলের মত মল। পালতা
মলের সঙ্গে রক্ত মিশ্রিত থাকে।
নিদ্রা : দিনের বেলায় নিদ্রালুভাব অথচ ঘুম আসে না। রাত্রি জেগে থাকতে
হয় ।স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখে ভয়ে কেঁপে ওঠে। বিভিন্ন চিন্তা ও উদ্ধেগে ঘুম আসে
না।
হ্রাস : শুষ্ক ও উত্তপ্ত বায়ুতে, উন্মুক্ত
বায়ুতে উপশম। শিরঃপীড়া শীতল বাতাসে উপশম।
বৃদ্ধি : জলে কাজ করিলে, জলে
ধৌত হইবার পর, ঠান্ডা
লাগিলে, ঋতু
পরিবর্তনে বৃদ্ধি।
বিশেষ বিশেষ রোগে বিশেষ বিশেষ শক্তি :
বৃদ্ধদের স্নায়ুশূলে ১২x,
পূঁজোৎপত্তি বন্ধ করিতে ২০০ x,
তীক্ষ্ন উত্তেজক দ্রব্য পানের ইচ্ছা নিবারণ করিতে ৬০ x,
দন্তমাড়ির স্ফোটকে ৩০ x,
তবে
৬ x ও
১২ x অধিকাংশ
রোগে উপযোগী ।
কোন মন্তব্য নেই